Overblog
Edit post Follow this blog Administration + Create my blog
Abir-Dairy

-মন তোমার আকাশের চেয়ে-বড় হোক💟 -কিন্তু অহংকার যেন মাটি💦 -স্পর্শ না করে।

আমার শহর

এখানে সেখানে ছড়িয়ে থাকা ক্লান্ত মুখের সারি ভীষণ ক্লান্ত আমার শহর ।

এখানে সেখানে ছড়িয়ে থাকা ক্লান্ত মুখের সারি ভীষণ ক্লান্ত আমার শহর ।


তোমার আমার লাল রক্তের ছোপগুলো
ধড়া পরে ধর্মতলার মোড়ে ।
এখানে সেখানে ছড়িয়ে থাকা ক্লান্ত মুখের সারি
ভীষণ ক্লান্ত আমার শহর ।

হাঁটতে থাকা ভিড়ের মাঝে
ছড়িয়ে আছে নিঃশব্দ  এক কালো ম্যাজিক ।
এক কালো ছায়া শরীরে আকাশের মাঝে
ভীষণ নোংরা আমার শহর ।

বাঁচছি খিদের তাগিদে ,ইঁদুর দৌড়ে
হাসছি সাজানো ছলে প্লাস্টিক স্মাইলে ।
হাই  হাইপ্রফাইল সমাজের মোড়কে
ভীষণ নকল আমার শহর ।

সন্ধ্যা নামে কাণ্ণা জড়িয়ে পথে ঘাটে


আকাশে সাজানো খিদের চাঁদ ।
ফুটপাথে রাখা জন আলোড়ন
ভীষণ খিদেয় আমার শহর ।

ঘুমিয়ে আছে মোমবাতি শব
ছড়িয়ে ছিটিয়ে নগ্ন যে সব  ।
মিথ্যা আমি মিথ্যা তুমি
ভীষণ মিথ্যুক আমার শহর ।

লজ্জা নয় ,কাণ্ণা পায়
হাসি নয় ,ভয় পাই ।
বাঁচছি আজ ,কাল যে কোথাও
যদি হারায় আমার শহর ।

Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post