তোমায় খুঁজেছি
April 8 2019
Written by Abir Hossain and from
Overblog
তোমায় খুঁজেছি!
তোমায় খুঁজেছি অচেনা নদীর মোহনায়,
খুঁজেছি প্রত্যহ রাতের জোছনায়,
খুঁজেছি গ্রীষ্মের প্রখরে,
খুঁজেছি বর্ষার অঝরে,
তোমায় খুঁজেছি বসন্তের রঙের ছোঁয়ায়,
কত অভিমান খুঁজেছি
বৈশাখের ঝর হাওয়ায়,
কত ভালবাসা খুঁজেছি
নীরব গাছের ছায়ায়,
আমি তাও পাইনি খুঁজে তোমায়!!
______(Abir)
Share this post
To be informed of the latest articles, subscribe: