Overblog
Edit post Follow this blog Administration + Create my blog
Abir-Dairy

-মন তোমার আকাশের চেয়ে-বড় হোক💟 -কিন্তু অহংকার যেন মাটি💦 -স্পর্শ না করে।

জীবনে যদি হঠাৎ করে কোন কঠিন পরিস্থিতি চলে আসে!

জীবনে যদি হঠাৎ করে কোন কঠিন পরিস্থিতি চলে আসে

আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি মনে হয় আমি এটা পারব না তাহলে এক মুহূর্তের জন্য ভেবে নিও তুমি মানুষ না তুমি গাধা কারণ মানুষ পা

রে না এমন কোন জিনিস নেই আর তোমার

 

দিকশনারি তে পারবো না বলে কোন শব্দই নেই তুমি সেই ব্যক্তি যে কোনদিন হার স্বীকার করতে

আসিনি তুমি সেই ব্যক্তি যে যে কোন যন্ত্রণা সয়ে নিতে প্রস্তুত আরে হ্যাঁ তুমি সেই ব্যক্তি যে একাই একশ একাই একশো হওয়ার জন্য তোমার শুধুমাত্র

একটা জিনিসের প্রয়োজন আর সেটি হল যে আর এই যে তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেটা তুমি কোনদিন সপ্নেও কল্পনা করেনি

 

তোমাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে তোমাকে শক্তিশালী বানানোর জন্য তোমাকে

মজবুত বানানোর জন্য তোমাকে সাহস

বাড়ানোর জন্য তাই যতবার পড়ে ততবার উঠে

দাঁড়াও যতবার হারবে ততবার ঘুরে দেখাও তুমি একাই যথেষ্ট সমস্ত অসম্ভবকে সম্ভব করে তোলার জন্য শুধু একবার বলো আমি পারব তাই যতই কঠিন হো

তুলতে পারবে তখন তোমার কাছে আর কোন কিছু অসম্ভব বলে মনে হবে না তখন তোমার মনে হবে আমি এটা পারব

 

আমি ওটা পারবো হ্যাঁ

 

আমি সব পারবো সত্যি তুমি সব পারবে সব শুধু নিজের চেয়ে তার আত্মবিশ্বাস টাকে ঠিক রাখো নিজের লক্ষ্যকে স্থির রাখো এই পৃথিবীতে এক রকম বানাতে চাইছে আর তুমি হতে চাইছো আর এ

করকম তাই সবকিছু এত কঠিন লাগছে আজ

তুমি যে জিনিসের আশায় বসে আছো সেই জিনিস তুমি পাবে এত পরিমাণে পাবে যে দুহাত ভরে

নিলেও তুমি শেষ করতে পারবে না শুধু

নিজের মধ্যে কার ইনফিনিটি পাওয়ার তাকে জাগিয়ে তোল আর এগিয়ে চলো সামনের দিকে এটাই সেই সময় জবাব দেওয়া পাল্টা আঘাত করা এতদিন

যারা তোমাকে তোমাকে নিয়ে ঠাট্টা করেছে

 

আজ তাদেরকে ভুল প্রমাণিত করে পাল্টা

জবাব দেওয়ার সময় এসেছে সমস্ত পৃথিবী যদি এসে বলে তুই পারবি না তবুও আমি বলব আমি পারবো সবাই যদি বলে যে কাজ করলে তোর মৃত্যু পর্যন্ত

হতে পারে তবুও আমি বলব আমি পারবো আমি

 

পারবো কারন আমার ক্ষমতা আছে আমি পারবো কারণ আমার আত্মবিশ্বাস আছে আমি চেষ্টা করলে সব পারবো

বিকজ আই এম সুপার হিরো !!!!!

Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post