-মন তোমার আকাশের চেয়ে-বড় হোক💟 -কিন্তু অহংকার যেন মাটি💦 -স্পর্শ না করে।
April 7 2019
জীবনের প্রতিকূলতার মুখোমুখি যখন এসেছি
যখন অশ্রু আমাকে স্পর্শ করতো
তখন তুমি শিশুবেলার সেই খুশি জাগাতে
মা
আমার জীবনের চলার পথে
যখন আমি থমকে দারিয়ে যেতাম
তখন তুমি আমায় সামনে এগাতে বলতে
মা
আমার প্রত্যেকটা ভুল কিংবা
যখন আমি ভুল পদক্ষেপ নিয়েছি
তখন তুমি একটু হেসে আমায় ক্ষমা করতে
মা
রঙ এর এই সুন্দর পৃথিবীতে
জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেও
তোমার ভালবাসার মূল্য শতজীবনেও পারবনা শোধ করতে
মা
Abir Hossain