-মন তোমার আকাশের চেয়ে-বড় হোক💟 -কিন্তু অহংকার যেন মাটি💦 -স্পর্শ না করে।
April 16 2019
ভালোবাসা!!
একটা কাঁদতে থাকা মানুষকে ও হাসতে শিখে দেয়!!!
কিন্তু যখন হৃদয়টা ভেঙ্গে যায় না!!
তখন একটা হাসি খুশি মানুষের সারা জীবনের জন্য হাসিটা আর থাকে না!!
এ কি না!!
দুজন,
দুজন কে আই লাভ ইউ বললেই ভালোবাসা হয়ে যায় না!!
ভালোবাসাতে দুজনের ফিলিংস বুঝতে হয়!!
মজা করো ভালোবাসা করোনা!!
ভালোবেসে মজা করো!!
আর থাকলো টাইম পাস এর বিষয়টা!!
সেটা অন্য ভাবেও করা যায়!!
💏💏💏💏💏
জীবনের সবকিছু নিয়ে খেলো,,
কিন্তু কখনো কারো মন নিয়ে খেলো না!!
কারো ভরসা নিয়ে খেলো না!!
তোমার ব্রেকাপ হয়ে গেলে, সবাই বলবে ভুলে যাও!!
কিন্তু যার মনটা ভাঙ্গে সেই শুধু জানে """""!!
যে তার মধ্যে কি ঘটছে!!
কখনো হাসতে হাসতে চোখে পানি এসেছে??
কখনো এই বিশাল পৃথিবীটাকে নিজেকে খুব শূন্য
মনে হয়েছে???
কখনো এমনটা মনে হয়েছে যে পৃথিবীতে যার কাছে কিচ্ছু পাবার নেই তুমি তার হতে চাও"!
কখনো এমনটা মনে হয়েছে,যে হৃদপিন্ডের ক্ষুদ্র কম্পন হাতুরির বাড়ির মত বিশুধর ব্যথা অনুভূত করেছে???
আমি এল্কচুয়াইলি প্রেমের বিরুদ্ধে নয়!!,
শুধু মাএ,
ব্রেকাপ এর বিরুদ্ধে!!
ব্রেকাপ হলে যে কি রকম কষ্ট অনুভূত হয়!!
তা বলে বোঝানো যাবে না!!😔😔