Overblog
Edit post Follow this blog Administration + Create my blog
Abir-Dairy

-মন তোমার আকাশের চেয়ে-বড় হোক💟 -কিন্তু অহংকার যেন মাটি💦 -স্পর্শ না করে।

তুমি কি লিখে দেবে?

 তুমি কি লিখে দেবে? দুপুরের নীলচে আকাশের দিকে যখন চেয়ে থাকি,

তুমি কি লিখে দেবে? দুপুরের নীলচে আকাশের দিকে যখন চেয়ে থাকি,


তুমি কি লিখে দেবে?
দুপুরের নীলচে আকাশের দিকে যখন চেয়ে থাকি,

তখন তোমার সাথে কাটানো মুহুর্ত গুলো মনে পরে
মাঠের ওই মাতাল বাতাস উপভোগ করার সময়
তোমার নানা কথা কানের সামনে বেড়ায় উরে
আঁকাবাকা আকাশী নদী বয়ে যেতে যখন দেখি, তোমার সুশোভন হাসিতে আমার অন্তর ভরে
হলুদ সরষে খেতে একলা যখন বসে থাকি
তখন আরও কত কথা উদয় হয় এক এক করে
আমার অস্থির হৃদয় আর এক মুহুর্ত অপেক্ষা করতে পারছেনা, আমার হৃদয়কে কি তুমি বুঝেছো? 

 

চন্দ্রপ্রভার মধ্যে উষ্ণতা অনুভব করি যখন তোমার কথা ভাবি
সেই উষ্ণতা কি তুমি অনুভব করেছো? 
আমার মনের ভিতর পালকি করে যে আমার কাছে এসেছে, সে কে, তা কি তুমি বলতে পারো? 

আমার স্বপ্ন এসে জল ছিটিয়ে, রঙ লাগিয়ে কেউ গল্প লেখে
সেই গল্পকি তুমি পড়তে পারো? 
চারপাশের মানুষের মাঝে তোমাকেই খুজে পাই যখন তোমায় মনে করি, কেন,

 

তা কি তুমি জানো?
আমার ইচ্ছের গোলাপি ঘুড়িটা আকাশে ওড়ে
সেই ঘুড়ির সুতোটা কার কাছে আছে, তা কি তুমি জানো? 
ঘুমের নেশায় আমার চোখের পাতা যখন বিশ্রাম নেয়, তখন যাকে দেখি, সে কে, তা কি তুমি জানো? 

আমার লুকোনো হৃদয় তার সঙ্গীকে পেয়েছে
সেই সঙ্গীকে কি, তুমি চেনো? 
পুরোনো কোন এক প্রেমের কাহিনী অনুসরন করে আমি চিঠি লিখি, তুমি কি সেই চিঠি পড়েছো? 

 


তোমার পছন্দের ময়না পাখিটা আমার ঘরে এসে গান গেয়ে যায় 
তুমি কি সেই গান শুনেছো? 


তোমার মেঘের বৃষ্টি আমার ফুলের বাগানে ফুল ফোটায়, তুমি কি সে ফুল দেখেছো? 
আমার মনের আকাশে অনেক তারাই উজ্জ্বল হয়ে তোমাকে কিছু বলতে চায়
তুমি কি সেই তারাদের কথা শুনেছো? 


আমার সব প্রশ্নগুলোর জবাব খুবই সহজ, তবুও লিখো একটু ভেবে, 
আমি আমার প্রেমের সাদা কাগজটা তোমাকে পাঠাবো
তাতে কি তুমি উত্তরগুলো লিখে দেবে?

 
 
                                        ------------(Abir)
Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post