-মন তোমার আকাশের চেয়ে-বড় হোক💟 -কিন্তু অহংকার যেন মাটি💦 -স্পর্শ না করে।
April 7 2019
দিন যাচ্ছে!
রোজ একটু একটু করে আয়ু কম হচ্ছে।
কিন্তু মনে হয়,, এখনো পর্যন্ত একটি ভাল কবিতা লিখা হয়নি।
এখনো পর্যন্ত কোন একজন মানুষকে সম্পূর্ণরুপে সন্তুষ্ট করতে পারিনি।
কি পেরেছি, তার থেকে না পারার লিস্টটা বড়।
আত্মতৃপ্তি বড় সাধ্যের বাহির!!!