-মন তোমার আকাশের চেয়ে-বড় হোক💟 -কিন্তু অহংকার যেন মাটি💦 -স্পর্শ না করে।
April 7 2019
নির্ঝরিনীর আপন সুরে
মুক্ত বেগী ধারা,
পবন সনে মাতাল বুঝি
হৃদয় পাগল পারা।
ছিন্ন করি সকল বান্ধন
বহিবার সাধে আজি,
ভাঙিতে হলে পাড়ের বাঁধন
তবুও যেন রাজি।
স্রোতের হেন উন্মাদিনী
মুক্ত বেণী হেরি,
অন্তঃপুরে বাজায় আজি
মুক্তি সাধের ভেরি।।