-মন তোমার আকাশের চেয়ে-বড় হোক💟 -কিন্তু অহংকার যেন মাটি💦 -স্পর্শ না করে।
April 9 2019
এ আর নতুন কি??
সবার একটা গল্প থাকে
রুপকথা ,রাজকন্যা ,সবুজ খোলা মাঠ।
আর পা ঘষে এগিয়ে যাওয়া, মাথায় বৃষ্টির ছাট
এ আর নতুন কি।
দৈনন্দিন বিপ্লব আর ঐশ্বরিক আশা
চোখে স্বপ্ন প্রিয়তমার চোখটা ভাসা ভাসা।
পথের জলে মাথার কাপড়
আগুন রঙের ঢেউ।
বিড়াল বাঘের মাসি হলে ,আমরা কেন ফেউ
এ আর নতুন কি।
ঘরের মুরগি বাইরে এলে মাংস লাগে চোখে
হাত পা ছুঁড়ে কাঁদলে পরে ,ছোট ভাবে লোকে।
রামধনু রং অদলবদল
মিথ্যা সপ্ন আশা।
পা হরকে নামতে থাকা ,জীবন ভালোবাসা
এ আর নতুন কি।
নিজের কথা বললে যদি বেহায়া হয়ে যায়
পাশের ঘরে শত্রু হলে বন্ধু কোথা পাই।
সবার একটা গল্প থাকে
গল্পের গরু গাছে ওঠে।
আর সত্যি আড়ালে ,মিথ্যা ঠোঁটে
এ আর নতুন কি।
গড়িয়ে যাওয়া জীবন চাকায় সিগারেটের ছাই
সবজান্তা পন্ডিত সব মৃত্যু কে আটকায়।
______(Abir)