Overblog
Edit post Follow this blog Administration + Create my blog
Abir-Dairy

-মন তোমার আকাশের চেয়ে-বড় হোক💟 -কিন্তু অহংকার যেন মাটি💦 -স্পর্শ না করে।

হঠাৎ সকালবেলা উঠে শুনলে আজ তোমার জীবনের শেষ দিন

হঠাৎ সকালবেলা উঠে শুনলে আজ তোমার জীবনের শেষ দিন

একবার ভাবো তো কেমন অনুভূতি হবে তোমার কেমন মনে হবে তোমার আমার কথা শুনে মনে হতে পারে!!!

যে আমি ফালতু বকছি কিন্তু ভেবে দেখলে বাস্তবে তাই মরতে একদিন হবেই এই পৃথিবীতে কেউ আমার নয় যার জন্ম আছে তার ধ্বংস অনিবার্য তাই সে যদি তোমার জীবনের শেষ দিন হতো তাহলে তুমি কি করতে কোন জিনিস গুলো তোমার করার ইচ্ছে হতো এবং পড়িমড়ি করে কোন জিনিস গুলো করা শুরু করে দিতে তো

যাওয়ার কথা ভাবলে সবারই মন খারাপ হয়ে যায় বুঝতে পারছি আমার এই নেগেটিভ কথা গুলো শুনতে তোমার একদমই ভালো লাগছে না!!

কিন্তু এখন থেকেই এই জিনিসগুলোর সাথে আমাদের পরিচিত হওয়া দরকার খাচ্ছি ঘুমাচ্ছি আনন্দ করছি ওই হুল্লোড় করছি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে একদিন সবাইকে ছেড়ে চলে

যেতে হবে আমার এই কথাগুলো বলার একটাই যে মৃত্যুকেও জয় করা যায় হয়তো তুমি সরাসরি থাকবে না হয়তো তোমার হাত দাও থাকবে না কিন্তু তুমি বেঁচে থাকবে মানুষের মাঝে মানুষে

র হৃদয়ে কাজী নজরুল ইসলাম ডক্টর এপিজে আবদুল কালাম নেতাজি সুভাষচন্দ্র বসু এর আমাদের মাঝে আর নেই কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো তো তোমার কখনো কি মনে হয় তারা সত্যিই মারা গেছে বরং এটা মনে

 

য় যে তারা বেঁচে আছে আমাদের মাঝেই বেঁচে আছে তোমার হৃদয়ে বেঁচে আছে আমি তো এই মানুষগুলোর কথা যতবার শুনি ততবার শ্রদ্ধায় মাথা নত হয় আজ না কাল কাল না পরশু এরকম করে আর সময় নষ্ট করো না যদি মানুষের হৃদয়ে বেঁচে থাক!!

তে চাও তাহলে এই পৃথিবীতে এমন কিছু উপহার দিয়ে যাও যাতে সমস্ত পৃথিবী তোমাকে ভুলতে না পারি তোমার নাম শুনলেই যেন শ্রদ্ধায় মাথা নত হয় তোমার দেশের মানুষ যেন তোমাকে নিয়ে গর্ব করতে পারেন হ্যাঁ বন্ধু তুমি দেশের ভবিষ্যৎ তুমি আগামী প্রজন্মের পথপ্রদর্শক অনেকে হয়তো ভাবছো যে আমি কি করে ভা

লো কাজ করব আমি তো পড়াশোনা জানিনা ভালো কাজ করার জন্য একটা মনের দরকার হয় বড় বড় ডিগ্রী না হলেও চলে আর যারা কষ্ট করে পড়াশোনা চালিয়ে যাচ্ছ আমি তাদের কে স্যালুট জানাই কারণ শিক্ষার উপরে কোন জিনি

 

স নেই শিক্ষাই জাতির মেরুদন্ড শিক্ষা দেশের ভবিষ্যৎ তোমাকে এগিয়ে আসতে হবে একটা সুন্দর পৃথিবী গড়ার উদ্দেশ্যে তুমি পারবে বড়

কিছু করে দেখাতে তোমার যে জিনিসটা ভাল লাগে তুমি সেই জিনিসটাই করো হতে পারে সে নাচ গান অভিনয় খেলাধুলা পড়াশোনা ছবি আঁকা ইত্যাদি

 

কিন্তু যে জিনিসটাই করবে মন দিয়ে করবে দেখবে তার একটা মর্যাদা আলাদা আজ না কাল করতে করতে তুমি যে সময় নষ্ট করছো তুমি কিন্তু নিজেই বুঝতে পারছনা যে তুমি নিজের কতটা ক্ষতি করছে তাই বলব সময়ের মূল্য!!

 

বুঝতে শেখো নিজের কাজকে ভালবাসতে শেখো দেখবে জীবনটা আস্তে আস্তে বদলাতে শুরু করবে আর তুমি যখনই অন্যরকম কিছু করে দেখাতে পারবেন তখন তুমি হবে সবার সেরা তখন তুমি মৃত্যুকেও জয় করে ফেলবে তুমি বেঁচে থাকবে মানুষের হৃদয় !!

Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post